রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এবং মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গোয়ালন্দ উপজেলা বাসীর ব্যানারে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় সকাল ১১ টা হতে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক মো. আইয়ুব আলী খান।
মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তারা বলেন, পদ্মা নদী হতে বালু উত্তোলন, মজুত ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকলেও মাঝে মধ্যে এমনকি এখনো নিয়মিত বিভিন্ন স্থান হতে বালু উত্তোলন এবং মজুত করে বিক্রি চলমান রয়েছে। প্রতি রাতেই মহাসড়ক ও বিভিন্ন এলাকা দিয়ে বালুবাহি ড্রাম ট্রাক চলাচল করছে। এসময় বক্তারা দৌলতদিয়া ঘাটে কারা বালু উত্তোলন ও পরিবহনযোগে বিক্রি করছে তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগের বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান, গোয়ালন্দ উপজেলায় কোন বালু মহাল নেই। পদ্মা নদী বা অন্য কোথা হতেও তিনি মাটি বা বালি কাটার জন্য কাউকে কোন অনুমতি দেননি। এ ব্যাপারে প্রশাসন সদা সতর্ক রয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বিএনপির কিছু নেতা সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকা হতে বলগেটে বালু এনে ঘাট এলাকায় মজুদকরণ ও বিক্রি করছেন। এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে রেষারেষি থাকতে পারে। সেই সূত্র ধরেই কতিপয় কয়েকজন আমাকে জড়িয়ে অযথা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তবে বিএনপির দায়িত্বশীল মূল নেতৃবৃন্দ এ ধরণের কার্যকলাপের মধ্যে নেই বলে তিনি জানান।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা খন্দকার আব্দুল মুহিত হিরা, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা মজি, পৌর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিলাল প্রামানিক, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম মন্ডল, উজানচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মৃধা, সাবেক পৌর কাউন্সিলর শাহীন আহাম্মেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখর আহাম্মদ সবুজ, হিন্দু -বৌদ্ধ -খৃষ্টান ঐক্য পরিষদের নেতা ডা. সুধীর কুমার বিশ্বাস প্রমূখ।