বাংলাদেশ পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ (আইজিপি ব্যাজ) পেলেন গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ। বৃহস্পতিবার সকালে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্স থেকে তাকে এ ব্যাজ প্রদান করা হয়। এদিন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ বাহারুল আলম, বিপিএম স্বাক্ষরিত সনদপত্রও অর্জন করেন তিনি।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, বাংলাদেশ পুলিশ প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ প্রদান করে থাকেন। এমন একটি ব্যাজ অর্জন করায় আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, আমাকে এমন অর্জন প্রদান করায় মাননীয় বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়, রাজবাড়ীর পুলিশ সুপার মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এবং গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।