রাজবাড়ীর পাংশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালন করলেন পাংশা উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার পাংশা রেলগেট সংলগ্ন শ্রমিক ইউনিয়নের উপজেলা কার্যালয় থেকে জাতীয় পতাকা উত্তলোনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তারা। পতাকা উত্তলোন শেষে নেতা-কর্মীরা সংগঠনটির সাধারণ সম্পাদক জিল্লাহ খানের নেতৃত্বে র্যালী বের করেন। র্যালীটি ট্যাম্পুষ্ট্যান্ড, মূল শহর ও সরদার বাসষ্ট্যান্ড প্রদক্ষিন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল কাশেম, দেলোয়ার হোসেন। সহ-সাধারণ সম্পাদক মুরাদ শেখ, হান্নান মোলা. সাংগঠনিক সম্পাদক মুনছুর আলী খান, দপ্তর সম্পাদক জুয়েল হোসেন। প্রচার সম্পাদক জয়নাল শেখ, ক্রিড়া সম্পাদক রাজ্জাক সরদার। ধর্মীয় সম্পাদক শাজাহান মোল্লা, কার্য নির্বাহী সদস্য হায়দার খা, হারুন, মোজাহার হোসেন, সোলেমান প্রামানিক। মিজান শেখ, কাদের সর্দার, শহিদুল ইসলাম। আব্দুল রব, আলীম, ফরিদ শেখ। আলিম খান সহ নির্মান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।