রাজবাড়ী কাব্যগৃহের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার রাতে কাব্যগৃহের নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে গুণীজন সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাস। সম্মাননা প্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যড. দেবাহুতি চক্রবর্তী, মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির ও নাট্য ব্যক্তিত্ব ম. নিজাম।
প্রধান অতিথির বক্তৃতায় রাম চন্দ্র দাস বলেন, ডিজিটাল প্রযুক্তির যুগে আমরা অনেক বেশি আত্মকেন্দ্রীক হয়ে গেছি। মোবাইল নামক যন্ত্রটি হাতে থাকলে পাশ দিয়ে কেউ গেলেও বুঝতে পারেনা। এই খান থেকে আমাদের ফিরে আসা দরকার। সাহিত্য সংস্কৃতিই পারে এই চক্র থেকে বের করতে। এক ঘণ্টা বা দুই ঘণ্টার জন্য সাংহিত্য সংস্কৃতিতে ডুবে থাকলে ইতিবাচক জীবনের পথে পা বাড়াবে। যদি মানবিক সমৃদ্ধি, নৈতিক সমৃদ্ধি না ঘটে তাহলে পুরোটাই ব্যর্থ। এসব অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জেগে উঠতে পারে।
সংগঠনের সভাপতি চায়না রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন কবি লিয়াকত নাজির, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, স্বদেশ নাট্যাঙ্গনের উপদেষ্টা সাংবাদিক লিটন চক্রবর্তী, কবি নেহাল আহমেদ রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাব্যপ্রতীম সাহা।
পরে কাব্যগৃহের শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।