রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম রাখালগাছি এলাকা পদ্মা নদীতে চাঞ্চল্যকর প্রবাসী আল আমিন (২৫) হত্যা মামলার আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তারা হলো পাবনা জেলার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের মৃত আলো মৃধা ওরফে আলাউদ্দিন শেখের ছেলে মো. আব্দুস সালাম ঠান্ডু (৩৫) ও চক আব্দুস শুকুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. জুয়েল রানা (৪২)। মৃত আল আমিন পাবনা জেলার আমিনপুর উপজেলার রাম নারায়নপুর গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে। প্রায় ৭ বছর মালয়েশিয়া থাকার পর ৪ মাস আগে দেশে আসেন তিনি।
২৫ এপ্রিল আনুমানিক সকাল ১০ টার দিকে মালয়েশিয়া প্রবাসী আল আমিন (২৮) কে পূর্ব পরিকল্পিতভাবে বিয়ে করার উদ্দেশ্যে মেয়ে দেখানোর জন্য নিয়ে গিয়ে ফেরার পথে দুপুর দেড়টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রাখালগাছি এলাকায় পৌঁছালে আসামিরা তার নিকট মাদকসেবনের দাবিকৃত টাকা না দেয়ায় ছুরি দিয়ে আঘাত করে ঘাড় মটকিয়ে নদীতে ফেলে দিয়ে হত্যা করে। এর আগে এ হত্যা মামলার ২ নং আসামি মেগা সরদার (৪৭) কে গত ২৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অপর দুই আসামিকে ১ মে ১ টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানার দাশুড়িয়া হতে মো. আব্দুস সালাম ঠান্ডু (৩৫), একই দিন বেলা ৩ টার দিকে পাবনা জেলার সাথিয়া থানার বনগ্রাম হতে জুয়েল রানা (৪২)কে আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।