রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে শনিবার মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
তারা হলো রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের শামসুদ্দিন খানের ছেলে তারা খান, শিবরামপুর গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুর রব মোল্লা, মজনু মোল্লার ছেলে কাইয়ুম মোল্লা, মহর মোল্লার ছেলে হানিফ মোল্লা ও মজিবর রহমান এবং মজিবর রহমানের ছেলে আলিম মোল্লা।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে তারা খান মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যরা বিভিন্ন মামলায় পরোয়ানার আসামি। শনিবার সবাইকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।