মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানে জেলা উদীচী শিল্পী গোষ্ঠী মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
শহরের আজাদী ময়দান এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া। এতে বক্তব্য দেন জেলা সিপিবির সাবেক সভাপতি আবুল কালাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর জেলা সভাপতি স্বপন কুমার দাস, জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক অ্যড. বাবন চক্রবর্তী, জেলা কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ দাস, পাংশা উপজেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক তোফাজ্জেল হোসেন, জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। সভা পরিচালনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য আব্দুল হালিম বাবু। আলোচনা সভায় কমিউনিস্ট পার্টি ও বন্ধু সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকদের শ্রমে-ঘামে এই সমাজ সভ্যতা গড়ে উঠেছে। দিনরাত পরিশ্রম করে ভবন ইমারত তৈরি করছে, মাঠে সোনার ফসল ফলাচ্ছে। কলকারখানার চাকা ঘুরাচ্ছে। কিন্তু তাঁরা তাদের ঘামের ন্যায্য হিস্যা পাচ্ছে না। ঢাকায় বিভিন্ন গার্মেন্টস কারখানায় ঈদের আগে বেতন বোনাসের দাবিতে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। কৃষক পেঁয়াজের দাম পাচ্ছে না। ধানে লোকসান দিতে হচ্ছে। দেশে সরকার আসে সরকার যায় কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। একশ্রেণির মানুষ আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। সমাজের এই বৈষম্য দুর করতে হবে। শ্রমিকদের ঘামের ন্যায্য মূল্য দিতে হবে। শ্রমিক শ্রেণির সরকার ছাড়া শ্রমিকের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আর সেজন্য বাম প্রগতিশীল শক্তিকেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।