রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ চোরাই মোটরসাইকেলসহ মো. সাইদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে। সোমবার (২৪ মার্চ ২০২৫) সকাল ৯:৩০ মিনিটের সময় পাংশা থানাধীন মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাইদুল ইসলাম জয়গ্রামের কুরবান আলী মোল্লার ছেলে। সাইদুল পার্শ্ববর্তি একটি মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।
পাংশা থানা সূত্র জানায়, আটককৃত সাইদুলের হেফাজত থেকে একটি চোরাই ১৫৫ সিসির সিলভার রঙের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। সাইদুল ইসলাম অজ্ঞাতনামা ৪/৫ জন সহযোগীর সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে পাংশা থানা ও আশপাশের এলাকায় কেনা বেচা করে আসছিল। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগ রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আটক সাইদুল ইসলাম অভ্যাসগতভাবে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।