রাজবাড়ী পাংশায় ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিররন করা হয়েছে। ২৩ ও ২৪ মার্চ দুই দিন পাংশা পৌরসভা ভবন থেকে দুস্থ অসহায় মানুষের মাঝে এ চাল বিতরন করা হয়। রবি ও সোমবার দুই দিনে ৪৬০০ জন দুস্থ্য মানুষকে জনপ্রতি/পরিবার প্রতি ১০ কেজি হারে সরকারি এ চাল বিতরন করা হয়। পৌর কর্তৃপক্ষ এ কার্যক্রমের সার্বিক তদারকি করেন। ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন জনসাস্থ্যন প্রকৌশলির নাসির উদ্দিন মোল্লা।