সোমবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গান্দিমারা বাজারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মদাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফিরোজ আহমেদ। সভায় কালুখালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব,উপজেলা ইমাম কমিটির সভাপতি মাও. আবুল কালাম আজাদ, সমাজ সেবক আব্দুল গফুর, মাওলানা আব্দুর রাজ্জাক, মদাপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আলম শেখ,ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক নিয়ামুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার পর ইফতার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।