রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান, কালুখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতন, কৃষি কর্মকর্তা পূর্নিমা হালদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আদম আলী সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন।
আলোচনা সভায় কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান পবিত্র ঈদুল উপলক্ষে সাধারন মানুষের উদ্দেশ্য বলেন, থানা পুলিশ ও হাইওয়ে থানা আপনাদের নিরাপত্তার জন্য হাইওয়ে সড়ক সহ বিভিন্ন বাজার ঘাট, শপিং মলে নিরাপত্তার জন্য রাতদিন কাজ করে যাচ্ছে। আপনারা পুলিশকে সহযোগিতা করবেন, যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সভাপতির বক্তব্যে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের উপর বিষদ আলোচনা করেন।