রাজবাড়ী জেলা প্রেসক্লাবের বার্ষিক ম্যাগাজিন ‘অক্ষর’ এর দ্বিতীয় সংখ্যা প্রকাশ উপলক্ষে প্রকাশনা উৎসব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী শহরের রেড ক্রিসেন্ট প্লাজার তৃতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসহাকের সভাপতিত্বে প্রকাশনা বিষয়ক আলোচনায় অংশ নেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, রাজবাড়ী একাডেমির সহ সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক সুরজিৎ চক্রবর্তী, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন, অক্ষর এর প্রচ্ছদ শিল্পী রাজকুমার পাল, গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক গণেশ পাল, সাবেক সভাপতি আজু শিকদার, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আমাদের রাজবাড়ীর সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, যুগ্ম সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার সুমন বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, লেখালেখিড়র চর্চা যত হবে ততই সে নিজেকে সমৃদ্ধ করতে পারবে। এ ধরনের ম্যাগাজিন প্রকাশ নিশ্চয় সৃষ্টিশীল কর্ম। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এসব সাহিত্য কর্মকান্ডের মাধ্যমে রাজবাড়ীকে তুলে ধরতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন।
বক্তারা বলেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের উদ্যোগে “অক্ষর’ নামে একটি প্রকাশনী বের করা হয়েছে। ২০২৩ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে এর প্রথম সংখ্যা প্রকাশ করা হয়। এটি ‘অক্ষর’ এর দ্বিতীয় সংখ্যা। এই প্রকাশনীতে অনেকেই তার লেখা দিয়েছেন। কয়েকজন সাংবাদিক তাদের লেখার মাধ্যমে সংবাদিকের বর্তমান অবস্থান তুল ধরার চেষ্টা করেছেন। এটি সাংবাদিকের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকেন না। তার কর্মই তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন। এই ম্যাগাজিনে কিছু জানা অজানা ও রাজবাড়ীর ইতিহাস নিয়ে লেখা প্রকাশ হয়েছে। আগামিতেও এই ম্যাগাজিনের সংখ্যা বের করার চেষ্টা থাকবে।
তারা আরও বলেন, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের সুদিন দুর্দিন অনেক কিছুই যায়। সেসবই এক সময় হারিয়ে যায়। একটা ম্যাগাজিন ইতিহাস হয়ে থাকে। তা কখনও হারায়না। এটি সত্যিই ইতিহাস হয়ে থাকবে। ম্যাগাজিন একটি অন্যরকম ভালো কাজ। সাংবাদিকদের একমাত্র হাতিয়ার কলম। কলমের স্বাধীনতা যেন অক্ষুণ থাকে। স্বাধীনভাবে যেন সাংবাদিকরা কলমের ব্যবহার করতে পারে।
বক্তারা বলেন, যে কোনো সৃজনশীল কাজে অনেকে সম্পৃক্ত থাকে। অক্ষর তেমন একটি প্রকাশনা। আমরা কেউ থাকব না। আমাদের প্রজন্মের কাছে এই ম্যাগাজিন ইতিহাস হয়ে থাকবে। ছোট ছোট লেখার মাধ্যমে মানুষের চিন্তা প্রস্ফুটিত হয়। আমরা সুন্দর একটা রাজবাড়ী গড়ে তুলব। অক্ষর এর লেখাগুলো পড়ে রাজবাড়ীকে নতুন করে চিনেছি। তাদের লেখাগুলো পড়ে সবাইকে প্রতিষ্ঠিত লেখক হিসেবে মনে হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শামীম রেজা, অর্থ ও দপ্তর সম্পাদক রবিউল রবি, কার্যনির্বাহী সদস্য ফাহিমুর রহমান, দেশ রূপান্তর এর জেলা প্রতিনিধি আব্দুল হালিম বাবু, ইত্তেফাকের গোয়ালন্দ প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা।