রাজবাড়ীতে প্রতিদিন ১০ টাকা হারে পৌর পার্কিং নিয়ে অটোবাইকের নাম্বারপ্লেটের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় রাজবাড়ী জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদ ও রাজবাড়ী অটো শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০ টা থেকে অটো বাইক মালিক ও চালকরা রেলগেট এলাকায় জমায়েত হয়ে একটি মিছিল নিয়ে সেখান থেকে প্রধান সড়ক হয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষকদলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে রাজবাড়ী পৌর প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপির অনুলিপি প্রদান করেন সমাবেশকারীরা।