রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় মিল মাঠে ইফতার মাহফিল উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার গোয়ালন্দ মোড় মিল মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ইফতার মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যডভোকেট মো. আসলাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আব্দুল মালেক খান, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি মো. আবুল কাশেম মন্ডল, শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব এবং খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব শাহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। সেই সঙ্গে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করার বিষয়ে আলোচনা করা হয়।
রাজবাড়ী জেলা বিএনপির নেতারা জানান, ইফতার মাহফিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা দেখা গেছে। এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির সুযোগ হিসেবে দেখা হচ্ছে বলে তারা মত প্রকাশ করেন।
সভায় দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ইফতার মাহফিল সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।