রাজবাড়ীতে মুদি দোকানি মো. আব্দুল কুদ্দুস আলী মন্ডল (৪২) হত্যা মামলায় মো. রেজাউল শেখ তোজামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সিনিয়ার দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো আলাউদ্দিন শেখ ও নিহত কুদ্দুসের স্ত্রী বন্যা খাতুনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত রেজাউল শেখ তোজাম পাংশার সাতবাড়ীয়ার সামাদ আলী শেখের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৯ জানুয়ারি রাতে পাংশা থেকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয় দোকানি কুদ্দুস। পরে ৩০ জানুয়ারি রাত ২টার দিকে যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের ফাঁকা মাঠের মধ্যে পাকা রাস্তার উপর তার মরদেহ পাওয়া যায়। তার মাথা ও বাম দিকের চোখে ধারালো অস্ত্রের কোপসহ শরীরের বিভিন্ন স্থানে পিটানোর চিহ্ন ছিল। পরে তার মা বাবেয়া খাতুন বাদি হয়ে কুদ্দুসের স্ত্রী মোছা. বন্যা খাতুন, তার পরকীয়া প্রেমিক রেজাউল শেখ ওরফে তোজাম ও তার চাচাতো ভাই আলাউদ্দিন শেখের নামে মামলা করেন। মঙ্গলবার বিকেলে মামলার রায় দেন আদালত। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছন।