রাজবাড়ী জেলায় খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের নির্দেশনায় বুধবার রাজবাড়ী সদর পৌরসভার ও.এম.এস কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে লক্ষীকোল, মেছোঘাটা ও চৌধুরী প্লাজার বিক্রয় কেন্দ্রসমূহে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান ও মো: মিজানুর রহমান। এ সময় পণ্য বিক্রয়ের মাস্টাররোল এবং বিক্রীত ও মজুদ পণ্যের পরিমাণ যাচাই করে দেখা হয়। উপস্থিত ক্রেতাগণের নিকট হতে সঠিক প্রক্রিয়ায় পণ্য বিক্রয় করা হচ্ছে কিনা সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় এবং সকল বিক্রেতাকে সঠিক ওজন ও দর অনুযায়ী পণ্য বিক্রয়ের পরামর্শ প্রদান করা হয়।