রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সরকারি খাস জায়গায় অবৈধ ঘর নির্মান বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন। মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন বলেন, এই বাজারে ধান মরিচ হাটে বট গাছের নিচে খাস জমিতে রাতের আধারে টিনের ঘর নির্মান করছে এমন তথ্য পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে জরিত কাউকে পাইনি এবং স্থানীয় কেউ নির্মাণকারী ব্যক্তির নামও জানেন না। পরবর্তীতে টিনের ঘরটি তাৎক্ষণিক উচ্ছেদ পূর্বক টিন, বাঁশ ও কাঠ জব্দ করা হয়েছে। সরকারি স্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।