রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের ঐতিহ্যবাহী ভোলা মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে নারীদের মারধর, শ্লীলতাহানি ও সীমানা প্রাচীর ভেঙে ফেলা ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি ক্রমশঃ জোড়ালো হয়ে উঠছে।
সোমবার বিকেলে রাজবাড়ী নাগরিক কমিটির ব্যানারে ঘটনার মূল হোতা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ থেকে বহিষ্কৃত ইসকন সভাপতি জয়দেব কর্মকারের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল চারটায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে রাজবাড়ী নাগরিক কমিটির আহ্বায়ক জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী জেলা জাসদের সভাপতি মুনীরুল হক মুনীর, রাজবাড়ী থিয়েটারের আহ্বায়ক আসাদুজ্জামান চৌধুরী বাবলা, সিপিবির জেলা সভাপতি আব্দুস সামাদ, সুশান্ত রায়, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, জেলা আওয়ামী লীগ নেতা অ্যড. সফিকুল হোসেন, বাংলাদেশ জাসদ রাজবাড়ী শাখার সভাপতি স্বপন কুমার দাস, রাজবাড়ী ব্যাপটিস্ট চার্চের যাজক জেমস হালদার, লালন বাউল সঙ্গীত একাডেমির সভাপতি লিয়াকত চৌধুরী প্রমুখ। বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
প্রসঙ্গত, গত ২ জুন প্রকাশ্য দিবালোকে জয়দেব কর্মকারের নেতৃত্বে ভোলা মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে ও বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে।