রাজবাড়ীর কালুখালীতে গৃহবধুর পর এবার এক কিশোরী আত্মহত্যা করেছে। সে উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোতমপুর গ্রামের টিপু মন্ডল এর কন্যা লিপি আক্তার নদী (১৮) ও এইচএসসি ২য় বষের শিক্ষার্থী। রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (লে উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোতমপুর গ্রামে ঐ কিশোরির নিজ বাড়ীতে গেলে তার ভাই রাজু মন্ডল জানান, সে রাতে খাবার খেয়ে শোবার ঘরে শুয়ে ছিলো। আমি তারাবির নামাজ পড়ে বাড়িতে এলে দেখি ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করে সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে প্রবেশ করে ওড়নার সাথে পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
তার ভাবি রেখা আক্তার জানান, আমার স্বামী সাদ্দাম মন্ডল প্রবাসে থাকে। আমি আর আমার ননদ নদী একই ঘরে থাকতাম। রাতে আমার স্বামী ফোন দিলে কথা বলতে বাহিরে যাই। এসে দেখি দরজা বন্ধ। আমি ডাকাডাকি করলে কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে আমার দেবর ও শাশুড়িকে ডাকলে তারা এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এ ব্যপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।