গোয়ালন্দ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের নির্বাচিত করা হয়।
গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলা পর্যায়ে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, চৌধুরী আব্দুল হামিদ একাডেমি ও মাদ্রাসাতু-সাবি -ইল হাসান।
সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠান তিনটির প্রধান অধ্যাপক আব্দুল হালিম তালুকদার, মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ আনিছুর রহমান।
সেরা শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলাম, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ লুৎফর রহমান ও মাদ্রাসাতু সাবি-ইল হাসানের সহকারী মৌলভি মোহম্মদ রুকুন উদ্দিন।
সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী নুরজাহান আক্তার ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের ১০ম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র আসিফ প্রামানিক।
সেরা স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন জামতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন সুলতানা, সেরা স্কাউট নির্বাচিত হয়েছেন একই স্কুলের শিক্ষার্থী তানিয়া খাতুন। সেরা রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের শিক্ষক রাহিমা খাতুন। সেরা রোভার নির্বাচিত হয়েছেন একই কলেজের শিক্ষার্থী মো. বাবু মন্ডল ও সেরা গার্লস গাইড নির্বাচিত হয়েছেন ওই কলেজের শিক্ষার্থী নাছিমা আক্তার।