তারেক রহমানের ৩১ দফা ও মানবিক মানবিক রাষ্ট্র গঠনের লক্ষে রাজবাড়ীর বিভিন্ন এলাকায় জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত হচ্ছে।এরই অংশ হিসেবে সোমবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে যুদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর বাজারে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন রতনদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হানিফ মন্ডল।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, ঢাকা( উত্তর) মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমীর হোসেন খান, রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সোহেল মন্ডল, কাওসার আহমেদ, কালুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব ডা. জাকির হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জাহানগীর সরদার, রতনদিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক হাশেম আলী মোল্লা, যুবদলের নেত্রী মেরিনা প্রমুখ।