রাজবাড়ী কালুখালী উপজেলাতে কালুখালী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে। রবিবার সকালে কালুখালী মহিলা কলেজের আয়োজনে ও রিদম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় অত্র কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়ছার, রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও মহিলা কলেজের প্রতিষ্ঠাতা খোন্দকার মুস্তাফিজুর রহমান, রিদম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শামীমা নাসরীন রুমিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা।