শনিবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ – শীর্ষক কর্মশালার সভাপতিত্ব করেন মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিন। কর্মশালায় মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, আখরজানি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন, জাগরনী চক্র ফাউন্ডেশনের মৃগী শাখা ব্যবস্থাপক গোলাম রব্বানী, মৃগী মহিলা মাদরাসার পরিচালক আব্দুল ওহাব, মৃগী বাজার বনিক সমিতির সভাপতি মো. হোসেন আলী চুন্নু, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বিএম নাফিজুর রহমান, মৃগী ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম, ভিপিকেএ ফাউন্ডেশনের মৃগী শাখা প্রতিনিধি বসির আল হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় মাসব্যাপী মৃগী ইউনিয়নের বিভিন্ন এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মশালার পর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের সদস্য, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীগন ও এনজিও কর্মীরা মৃগীর ৯ নং ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহন করে।