প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ওয়াই মুভস প্রকল্পে বাংলাদেশের যে সকল সংস্থা ওয়াই মুভস প্রকল্পে কাজ করে, তাদের ইডি মহোদয় এবং প্রকল্প কর্মকর্তাদের নিয়ে ঢাকা গোল্ডেন ইং হোটেলে কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ উপস্থিত ছিলেন আলেকজেন্ডা (সুইডেন), সুদিচা (ইংল্যান্ড) সহ প্লান ইন্টারন্যাশনাল বাংলদেশের কর্মকর্তা বৃন্দু।
উপস্থিত সকল প্রকল্প কর্মকর্তা তাদের স্ব-স্ব সংস্থার পক্ষে তাদের প্রেজেনটেশন গ্যালারী সো এর মাধ্যমে তাদের কাজ তুলে ধরেন। রাজবাড়ী জেলার পক্ষ থেকে কর্মজীবী কল্যাণ সংস্থা ( কেকেএস) তার ওয়াই মুভস প্রকল্পের গ্যালারী সো তুলে ধরেন পথিক পাল, প্রকল্প কর্মকর্তা, কেকেএস-ওয়াই মুভস ও মোজাফ্ফর হোসেন, অডিট এ্যান্ড মনিটরিং অফিসার, কেকেএস। কেকেএস তার গ্যালারীতে দৌলতদিয়ার যৌন পল্লির বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জীবন মান উন্নয়নে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত কাজের একটি বিবরণী তুলে ধরেন।
গ্যালারী সো এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ২০০০ যৌন পল্লির মায়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানানো হয়েছে, তারা এখন জানে কোথায় গেলে এই স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। দৌলত দিয়ার ৫ টি স্কুলের ১০ জন শিক্ষককে যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকারের উপর প্রশিক্ষন করানো হয়, যাতে দৌলতদিয়ার ৪০০০ কিশোর-কিশোরী যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকার সম্পর্কে স্কুল থেকে জানতে পারে। এনসিটিএফ এর গুরুত্ব ও তাদের কার্যক্রম নিয়ে গ্যালারী সো তে তুলে ধরা হয়। কেকেএস আলীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সাথে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও স্কোরকার্ডের মাধ্যমে কিশোর-কিশোরীদের সেবার মান ও কিশোর কিশোরীরা যাতে কেন্দ্রে স্বাস্থ্য সেবা নিতে আসে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এনসিটিএফ সদস্যগণ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পল্লির ভিতর এবং বাইরে মাদকের প্রভাব বিভিন্ন প্রোগামের সাহায্যে তুলে ধরেন এবং প্রসাশন তা গুরুত্ব সহকারে ুনিয়ে থাকে এবং সমাধানের চেষ্টা করে যান। এই সকল বিষয় গুলো গ্যালারী সো তে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। আলেকজান্দ্রা ও সুদিচা গ্যালারী সো টি ভালো মত পর্যবেক্ষণ করেন এবং কেকেএস কে ধন্যবাদ দেন এই রকম একটি চিত্র তুলে ধরার জন্য। পরিশেষে তিনি যৌন পল্লির মানুরের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ- একটি প্রগতিশীল এবং অন্তর্ভূক্ত সুশীলসমাজ গঠনের মাধ্যমে বাংলাদেশে যুবদের, বিশেষ করে মেয়েদের অংশগ্রহণ, সুরক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকারকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ওয়াই-মুভস প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পটি সিডা-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। জাতীয় পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নের জন্য সহযোগিতা করছে অপরাজেয় বাংলা । ১৩টি নাগরিক সংস্থার মাধ্যমে ১৬ টি জেলার ১৬টি ইউনিয়নের সুবিধা বঞ্চিত অঞ্চলে ও বরগুনা জেলার প্রতিটি উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও যুব সংগঠন ইয়ুথ ফর চেঞ্চ এর মাধ্যমে জাতীয় পর্যায়ে এবং ৪০টি জেলার সদর উপজেলায় যুব সংগঠন ইয়েস বাংলাদেশ এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পটি শিশু ও যুবদের সক্ষমতা বৃদ্ধি করবে, বিশেষ করে মেয়ে যুবরা সমাজে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়নে এবং জেন্ডারভিত্তিক যৌন সহিংসতা প্রতিরোধে নিজেরা পরিবর্তনের এজেন্ট হিসেবে কাজ করতে পারে। দৌলতদিয়ার যৌনপল্লি এমন একটি পরিবেশ যেখানে প্রজনন স্বাস্থ্যের গুরুত্ব অত্যাধিক। সেই লক্ষ্যে প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় কেকেএস যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে।