রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প’ এর আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রথম ব্যাচে উপজেলার ৩০জন এবং দ্বিতীয় ব্যাচে ৩০জন কৃষককে ২দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণের প্রথম দিনে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ মেহের মালিকা, রাজবাড়ী জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হোসেন শহীদ সোহরাওয়ার্দী।