বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের যুব রেড ক্রিসেন্ট সহশিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সমন্বয় সভা বুধবার রাজবাড়ী ডিসি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারিফ-উল-হাসান, এনডিসি নাহিদ আহমেদ, জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ৫ উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজারগণ, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা নাজির শিকদার, যুব প্রধান উজ্জ্বল কুমার দাস ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
প্রধান অতিথি যুব রেড ক্রিসেন্ট সহশিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমি সুপারভাইজারগনকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনকে নিয়ে একটি সমন্বয় সভা এবং যুব রেড ক্রিসেন্ট দল গঠন, আলাদা রেড ক্রিসেন্ট ব্যাংক হিসাব খোলা ও পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্ব স্ব তহবিল থেকে শিক্ষার্থীদের প্রশিক্ষণের আয়োজন করা জন্য নির্দেশনা প্রদান করেন।