রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ছাত্রদলের নেতা-কর্মীরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় ঐক্য নিয়ে আলোচনা করেন।
সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল প্রামানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্যারিস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীনুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, আসজাদ হোসেন আজাদ, আতিয়ার রহমান আতিক, সদস্য এস এম হীরা, আব্দুর রব সুমন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান নিশান, দপ্তর সম্পাদক আকাশ খান, রাজবাড়ী কলেজ ছাত্রদলের সভাপতি টোকন মন্ডল, দপ্তর সম্পাদক সুজনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যডভোকেট মো. আসলাম মিয়ার পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ জানান।