রাজবাড়ীর পাংশায় উপজেলা প্রশাসন ও উপজেলার সকল পর্যায়ের শিক্ষকবৃন্দের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাংশা সরকারি কলেজ থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান রুবেল’র সভাপতিত্বে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, পাংশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, পাংশা আইডিয়াল গার্স কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ ওহিদুজ্জামান, পাংশা শাহজুঁই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু মুসা আশারি, পাংশা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মনোয়ার হোসেন, পাংশা মহিলা কলেজের ভুগোল বিভাগের প্রভাষক আব্দুল কুদ্দুস, চরঝিকড়ী এস এইচ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুস কাচারীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সিদ্দিকুর রহমান, পাংশা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. খলিলুর রহমান, রুপিয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী সোহেল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্ট’র সাধারণ সম্পাদক ও উদয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলম।