রাজবাড়ী-ফরিদপুর ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহা-সড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষকসহ ২জন নিহত হয়েছে। রবিবার দুপুরে ও বিকালে এই ঘটনা ঘটে।
জানাগেছে, বিকাল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলা বার্থা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও আফড়া গ্রামের বজলুর রহমানের ছেলে আব্দুল্লাহ মিয়া স্কুল থেকে তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। সে সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী রাজবাড়ী ডিলাক্স নামে লোকাল বাস রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
অপরদিকে, দুপুর ১২টার দিকে রাজবাড়ী-ফরিদপুর সড়কের আদালদীপুরে রিকশা যোগে যাচ্ছিলেন চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের রহনপুরের জুগোল চন্দ্র ঘোষের ছেলে পরিমল ঘোষ। সে সময় রিকশাটি নিয়ন্ত্রণ হারায় এবং সে গুরুতর আহত হয়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুতবলে ঘোষণা করেন।