রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ধানুরীয়া গ্রামে ইসহাক মন্ডলের বাড়িতে শনিবার রাতে হামলা ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। জানা যায়, ১৫/২০ টি মোটরসাইকেল যোগে ২৫/৩০ জনের হামলাকারী দলটি হামলা চালিয়ে বাড়ির সদস্যদের মারপিট এবং বাড়ি ঘরে ভাংচুর করে। এসময় ওই বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে গ্রামবাসীরা একত্রিত হয়ে হামলাকারী চার তরুণকে ঘেরাও করে। ওই সময় অন্য হামলাকারীরা পালিয়ে যায়।
খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই চার তরুণকে আটক করেন।
ইসহাক মন্ডল জানান, বিধান মেম্বর আমার বাড়িতে হামলা করিয়েছে। তবে বিধান মেম্বর জানিয়েছেন, একটি কুচক্রিমহল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমার উপর মিথ্যা দোষ চাপাচ্ছে। এ ঘটনার সাথে আমি কোনভাবেই জড়িত না।
খোঁজ নিয়ে জানা যায়, ইসহাক মন্ডলের সাথে পার্শ্ববর্তী গ্রামের এক ব্যক্তির সাথে জমি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।