রাজবাড়ী জেলার পাঁচ থানার কার্যক্রম ধীরে ধীরে শুরু হচ্ছে। থানা গুলোতে সকল পুলিশ সদস্য যোগদান না করায় নাগরিক কার্যক্রম অনেকটা বন্ধ। এতে থানায় আসা সাধারন মানুষ তাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শনিবার বেলা বারোটার দিকে রাজবাড়ী সদর থানায় গীয়ে সেখানে থানায় নিরাপত্তায় সেনানাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। কয়েকজন পুলিশ সদস্যকে সাদা পোষাকে থাকতে দেখা গেলেও তাদের কোন কার্যক্রমে দেখা যায়নি।
রাজবাড়ী সদর থানায় নিরাপত্তায় থাকা সেনাবাহিনীর লেফটেন্যান্ট আকিব আহম্মেদ আফনান জানান, সদর থানা সহ রাজবাড়ীর পাঁচটি থানার নিরাপত্তা বিধানে কাজ করছেন। সদর থানার পুলিশ সদস্যরা থানায় আসলেও কার্যক্রম এখনে বন্ধ রয়েছে।
তবে রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ীর পাঁচটি থানায় পুলিশ সদস্যরা আজ শনিবার থেকে কাজ করতে শুরু করেছে। থানা গুলোতে সাধারন নাগরিক দেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।