রাজবাড়ীর পাংশায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কর্মীরা সচেতনতা ও ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। বুধবার পাংশা শহরের কালীবাড়ী মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা শহরের যানজট নিরসনের লক্ষে ট্রাফিকের ভূমিকা পালন করেন। সাধারণ মানুষকে সচেতন হতে উদ্বুদ্ধ করেন। এছাড়া কালীবাড়ী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে সকল অন্যায়কারিদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে ফুটপথ থেকে অটো গাড়ী চাঁদা তোলা বন্ধ করবার জন্য নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কোন দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে যানবাহন দাঁড়িয়ে না থাকার ব্যাপারেও নির্দেশনা দেন। এগুলো না মানলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। একই সাথে কারো উপর কোন অন্যায় অবিচার হলে সংবাদ প্রাপ্ত হলে তাদের পাশে দাড়াবার প্রতিশ্রুতিও ব্যাক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাংশা এর শিক্ষার্থীরা।