সরকারি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডলের বাড়ি পাংশার মিশ্রী পাচবাড়িয়ায় হামলার ঘটনায় বিপ্লব শেখ নামে একজনকে গ্রেফতার করেছে পাংশা থানার পুলিশ।
পাংশা থানা সূত্র জানায়, প্রদীপ কুমার ঈদ-উদ ফিতরের ছুটিতে মিশ্রী পাচবাড়ীয়া তার বাড়ীতে আসেন। গত ১০ এপ্রিল তারিখ রাত অনুমান সাড়ে ১১টার দিকে তার পরিবারের সদস্যগন রাত্রের খাবার শেষে নিজ নিজ রুমে ঘুমিয়ে পড়লে রাত্র অুনুমান আড়াইটার সময় মুখোশ পরিহিত অজ্ঞাতনামা ৬/৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী বসত বাড়ীর পিছনের টিনের বেড়ার গেট এবং ঘরের পিছনের দরজায় লাথি মেরে দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ বাদীর দিকে আগ্নেয়াস্ত্র তাক করে খুন করার হুমকী দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে। বাদী জীবন বাঁচানোর জন্য ডাকাত ডাকাত বলে ডাক-চিৎকার করলে দুষ্কৃতিকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি করে ভীতি সৃষ্টি করে চলে যায়। বাদী তার প্রতিবেশী চাচা ও চাচাতো ভাইদের সাথে বাড়ীর মূল ফটকের সামনের উঠানে দাড়িয়ে কথা বলছিল। এ ঘটনার অনুমান দুই ঘন্টা পর পুনরায় দুষ্কৃতিকারীরা বাড়ির সামনের উঠানে এসে হত্যার উদ্দেশ্যে তাদেরকে লক্ষ্য করে গুলি করলে তার চাচাতো ভাই লক্ষন চন্দ্র মন্ডল (৩৫), সুজন মন্ডল (২৫), রূপ কুমার মন্ডল (৩২) এবং প্রতিবেশী চাচা বিবেক চন্দ্র মন্ডল (৫০) গন উক্ত গুলির আঘাতে গুরুতর আহত হয়। তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পূনরায় পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা না দিলে খুন করার হুমকী দিয়ে চলে যায়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে পাংশা মডেল থানায় মামলা হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই রবিউল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলার আশুলিয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বিপ্লব শেখ(২২) পিতা ফটিক শেখ গ্রাম লোহাবাড়ীয়া থানা পাংশা, জেলা রাজবাড়ীকে গ্রেফতার করেন। ১৬৪ ধারা মোতাবেক আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে নিজে উল্লিখিত ঘটনার সাথে জড়িত মর্মে সত্যতা স্বীকার করে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে।