রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মার চরে দুটি সাপ পিটিয়ে মেরেছেন কৃষকরা। বাদাম তুলতে গিয়ে দুটি সাপ দেখতে পেয়ে রাসেল ভাইপার সন্দেহে তারা মেরে ফেলেন। গত শনিবার উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে পদ্মার চরে এ ঘটনা ঘটে।
কৃষক নাদের আলী জানান, সকালে বাদাম উঠানোর জন্য চরে যান। বাদাম উঠানোর সময় বাদামের গাছের মধ্যে রাসেলস ভাইপার সাপ দেখতে পান। সে সময় সেটি পিটিয়ে মারেন। দুপুরের দিকে আরও একটি সাপ দেখতে পেয়ে সেটিকেও মেরে ফেলেন। আরও কয়েকটি পালিয়েছে। এখন তো বাদাম উঠাতে ভয় পাচ্ছি।
কৃষকরা জানান, হঠাৎ বিষধর রাসেলস ভাইপার সাপের আনাগোনা চরে বৃদ্ধি পেয়েছে। আমরা ভয়ে চরে নামতে পারছি না। আমাদের মধ্যে এখন আতঙ্ক কাজ করছে। আমরা চরে বাদাম লাগিয়েছিলাম। কিন্তু ভয়ে এখন সেই বাদাম তুলতে পারছি না।
কৃষকদের বুট পরে ক্ষেতে যাওয়ার পরামর্শ দিয়েছেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।
পাংশা উপজেলা নির্বাহী কমকর্তা মো. জাফর সাদিক চৌধুরী জানান, উপজেলার নদী তীরবর্তী হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের চরে সাপের উপদ্রব বেড়েছে। এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ যেন নদীর পাড়ে বা চরাঞ্চলে না যায় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকরা যেন দলবদ্ধ হয়ে চরে ফসল তুলতে যান। কাউকে সাপে দংশন করলে সে যেন ওঝা বা কবিরাজের কাছে না যায়। দ্রুত সময়ের মধ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম আছে।
প্রসঙ্গত, ২১ জুন উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চর-আফড়ার চরে মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক বাদাম তুলতে গেলে রাসেলস ভাইপার সাপ তাকে দংশন করে। পরে ওই সাপটি পিটিয়ে মেরে সাপসহ তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।