রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বুধবার রাজবাড়ী জেলা কারাগার পরিদর্শন করেছেন। এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিফ উল হাসান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন হেদায়েতুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবায়েত মো. ফেরদৌস, রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক সেখানে গেলে কারা কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে সাদর অভ্যর্ত্থনা জানান।