‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পাংশা উপজেলা হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস, থানা অফিসার ইনচার্জ মো: সালাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আসলাম তালুকদার, সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, সমবায় অফিসার সাইফুল ইসলামসহ উপজেলার অন্যান্য সরকারি কর্মকর্তাগন।
আলোচনা সভায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ সম্পর্কিত বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন উপস্থিত অতিথিবৃন্দ।