নষ্ট ঘড়ির পারদ
আনজানা ডালিয়া
প্রতিটা পা ফেলতে স্মৃতিরা আমার পা জড়িয়ে থমকে দেয়
মালাই চা ওয়ালাকে দেখেই প্রচন্ড তেষ্টা পায়
খেতে গিয়ে দেখি চায়ের কাপে তুমি হাসছো
শহরটাতে এমন করে আষ্টেপৃষ্টে জড়িয়েছো।
শহরটা জড়িয়েছে আমাকে স্মৃতি কষ্টের পালে
এ পাল ওড়ানোর নয়, আরো জড়ায় শক্ত জালে।
বালুকণা ছুঁতে গিয়ে সেখানেও তোমাকে পাই
ঝিনুক কুড়াচ্ছো তুমি, ধরতে গেলে নাই।
আকাশের রঙের মত ক্ষনে পাল্টে গেছো
নষ্ট ঘড়ির পারদ হয়ে কেন থমকে আছো।
আনজানা ডালিয়া
মিরসরাই, চট্টগ্রাম