সারাদেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে তারন্যের মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শুভ উদ্বোধন করেন মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক বাচ্চু মোল্লা, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুস সামাদ সবুজ, সহকারী শিক্ষক আতাউর রহমান ফিরোজ, সহকারী শিক্ষক আইয়ুব হোসেন আমান, সহকারী শিক্ষিকা রিমা পারভীন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা।
তারন্য মেলায় ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি ও নবম-দশম শ্রেণি দুটি ভাগে শ্রেণি ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।