রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে মাছপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুরো চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে বিজয়ী হন। তার পদত্যাগের কারণে মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়। তবে এখনও ওই ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। উপজেলা নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকেই নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুরোর ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার সিসিল চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি মাছপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ মৃধা প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন। রোববার রাত ৮টার দিকে এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সুরুজ মৃধা জানান, রাত ৮টার দিকে তার কিছু কর্মী-সমর্থক মোটরসাইকেল নিয়ে মিছিল করছিলেন। তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বুরোর লোকজন তার কর্মীদের ওপর হামলা চালান এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেন। পরে তারা তার বাড়িতেও হামলার চেষ্টা করেন। সে সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুরো জানান, তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে মাছাপাড়ায় বসে ছিলেন। তখন ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল নিয়ে এসে সুরুজ মৃধার লোকজন তার কর্মীদের ওপর হামলা করেন। সুরুজ মৃধার লোকজন আগে তাদের ওপর হামলা করেছেন। এতে তাদের দুজন কর্মী আহত হয়েছেন।
পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।