রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ আওয়ামীলীগ’র ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার পাংশা সরকারি কলেজ মাঠে এ উপলক্ষে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রেলমন্ত্রী ও রাজবাড়ীর জেলা আওয়ামীগী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি।
উপজেলা আওয়ামীগ’র সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি ও সাবেক মেয়র আব্দুল আল মাসুদ, সহ-সভাপতি সামছুল আলম মৃধা, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন ইয়ামিন আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওদুদ সরদার অতুর, সহ-সভাপতি দিপক কুমার কুন্ডু।
এছাড়াও ইউনিয়ন এবং পৌর আওয়ামীলী সভাপতি সেক্রেটারী, যুবলীগ ছাত্রলীগ,কৃষকলীগ ও চেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রী বলেন, রাজবাড়ীতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কারখানা তৈরি করবো। সেখানে ৫ হাজার লোক চাকরি করবে। রেলের ইঞ্জিন ও বগি বাড়াবো। ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত ৮টা জেলাতে রেলপথ বাড়ানো হবে। রেলের সুবিধা মানুষের দৌরগোড়ায় পৌছে দেব।