আম পেকেছে জাম পেকেছে গাছে
পাড়ার যতো শিশুরা সব নাচে।
মগডালেতে উঠেছে তাই বিশু
সে তো এখন নয় তো মোটে শিশু।
আহা! কি যে দারুণ স্বাধের জাম
সুরসুরি দেয় গাছে পাকা আম।
কাঠবিড়ালী ইঁদুর ভায়া আছে
থাকছে ওরা পাকা ফলের কাছে।
ছুটে বেড়ায় আমের খোঁজে ভোরে
রাতের বেলা ঘোরে বাদুড় চোরে।
এমনি মজা পেলাম গিয়ে গাঁয়ে
চড়তে মজা দাদুর ডিঙি নায়ে।
জ্যৈষ্ঠ মাসে মামার বাড়ি যাই
যতো খুশি আমের সত্ত্ব খাই।
(ঝালকাঠি সদর, ঝালকাঠি, বরিশাল)