দুর্বিনীত সময়
নুশরাত রুমু
মননে ঘা ধরালো দুর্বিনীত সময়,
নৈতিকতা উড়ে যাচ্ছে লালসার ফুৎকারে।
পুরুষোত্তম না হয়ে পুষ্পকীট
হবার নেশায় মেতেছে ওরা,
নিন্দার শকটে গান্ধারী বসেছে
দূর্যোধনদের জন্ম দিয়ে…..
কদর্য সমাজের কাছে একটাই প্রশ্ন–
কবে সভ্য হবো?
কুদৃষ্টি থেকে রেহাই নেই অবোধ শিশুর
সততার চিমনি ভেঙে গেছে অনেক আগে,
শ্বাপদের খোলসে বৃথা করছি বসবাস,
জীবন মানে অশান্তির বেলুনে নিরুদ্দেশ যাত্রা…..
দুস্থ সমাজে প্রশ্নটা ঘুরপাক খায়–
কবে সভ্য হবো ?
কুচক্রীরা অনাচার করে বেড়ায় যত্রতত্র,
শঙ্কায় ভেঙে পড়েছে প্রশান্তির কুটিরের জীর্ণ দুয়ার।
মানবতা জর্জরিত শঠতার কুটিল আঘাতে,
দামামা বাজিয়ে এগিয়ে আসার মানুষ খুঁজি….
আর নুয়ে পড়ে একটাই কথা ভাবি–
কবে সভ্য হবো ?
(মাইজদী, নোয়াখালী)