গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ফরিদপুর দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে মঙ্গলবার রাজবাড়ীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র্যালী, আলোচনা সভা, নাটক ও বিতর্ক প্রতিযোগিতা রাজবাড়ী জেলা শিল্প কলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এর আগে একটি র্যালি বের করা হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। রাজবাড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম। মুখ্য আলোচক হিসাবে ফরিদপুর দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম বক্তৃতা করেন। আরো বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, রাজবাড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ।
বক্তারা দুর্নীর্তি প্রতিরোধে দেশের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানান। তারা বলেন, শিক্ষার্থীরা দুর্নীতি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখতে পারে। তাদের ছোট থেকেই এ বিষয়ে গড়ে তুলতে হবে। আর যেখানেই দুর্নীতি, সেখানে তাকে প্রতিরোধ করার সৎ সাহসিকতার সাথে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান বক্তরা।