রাজবাড়ীতে আইএফআইসি ব্যাংকের ১৮৮তম শাখার উদ্বোধন হয়েছে। রোবববার দুপুরে রাজবাড়ীর খলিফাপট্টি হারুন কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম, আইএফআইসি ব্রাঞ্চ ব্যাংকীংয়ের ম্যানেজার সালাউদ্দিন, রাজবাড়ী কাপড় বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, আইএফআইসি ব্রাঞ্চ ব্যাংকীংয়ের রাজশাহী ডিভিশনের ম্যানেজার এবিএম মাসুম, রাজবাড়ী শাখার ম্যানেজার তানজির উজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের অপারেশন ম্যানেজার দেবরানী পাল। উপস্থিত ছিলেন হারুন কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান ও রাজবাড়ী বাজারের বিভিন্ন ব্যাবসায়ীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আইএফআইসি ব্যাংক আপনাদের ব্যাংক।এ ব্যাংকের সব ধরনের সুযোগ সুবিধা সবসময় গ্রাহকদের জন্য রয়েছে। অন্যান্য ব্যংকিং ব্যবস্থার চাইতে এ ব্যাংক গ্রাহকদের বেশি সুযোগ দিয়ে থাকে। রাজবাড়ী শাখাসহ ১৮৮টি শাখা রয়েছে সারা দেশে। দেশে ১৩ হাজারেরও বেশি এটিএম বুথ থেকে গ্রাহক তাদের টাকা তুলতে পারবেন বিনা খরচে।