সময় মহা মূল্যবান
শারমিন নাহার ঝর্ণা
জীবনের প্রতিটি মুহূর্ত সময় মহা মূল্যবান
যিনি উপলব্ধি করেন তিনিই সৌভাগ্যবান,
ভালো কাজে নিয়োজিত থাকি অবিরত
মন্দ লোকে সদা ব্যস্ত থাকে কুকর্মে রত।
ধরণীতে সময়ের মূল্য বুঝি আমরা ক’জন
লোভ ও লালসায় মত্ত আছি অতিরঞ্জন,
রং তামাশা চাকচিক্যে ভরে গেছে যে হৃদয়
মন্দ কাজের সময় দিতে করে না তো ভয়।
জীবনটা বড়ই সুন্দর সাজালে মনের মত
মুছে দিতে হবে পাপের চিহ্ন আছে যত,
জীবনে জড়িয়ে রাখি পবিত্রতার আবরণ
সময়ানুবর্তিতা নিয়ম যেন করি অনুসরণ।