আমি মেঘ হতে চাই
আলিফা তাবাচ্ছুম শিখা
আমি ঐ নীল আকাশের
সাদা-কালো মেঘ হতে চাই,
কারণ, পৃথিবীর বুক জুড়ে
দীর্ঘশ্বাস ফেলা মানুষদের আর্তনাদ
মেঘের ভেলায় ভাসিয়ে দিতে চাই।
আমি বিভর্ষ গর্জনে চিৎকার করে
পৃথিবীকে জানিয়ে দিতে চাই,
এখনো অনাহারে কাটাচ্ছে হাজারো শিশু,
বাতাস যে আমার কানে তা বলে যায়।
আমি তুমুল ঝড় তুলে লন্ডভন্ড
করে দিতে চাই সেই সব হৃদয়,
যে হৃদয় দেখেও দেখেনা অসহায়ত্বদের
দারুন বেদনা
বিলাসিতায় অর্থ উড়ায়।
আমি তুমুল বজ্রপাতে চমকে দিতে চাই
সেই সব অট্টালিকা-প্রাসাদ,
যেখান থেকে শোনা যায়না
কাজের লোকেদের অবসাদ।
আমি তুমুল বর্ষণে ভাসিয়ে নিতে চাই
গরীব-মিসকিনদের কান্না,
আমার সহ্য হয়না কিভাবে
তিনদিন হয়না ওদের রান্না!
আমি শরতের সাদা মেঘের মতো
অসহায় পথশিশুদের সব যন্ত্রণা
ভাসিয়ে দেবো দূর হতে বহুদূর শেষ প্রান্তে,
তাইতো সাদা-কালো মেঘ হওয়ার আজ মন্ত্রণা।