রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেছেন, রাজবাড়ীর যত উন্নয়ন হয়েছে সবই আওয়ামী লীগ সরকারের অর্জন অন্য কোন সরকারের নয়। সোমবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার মর্জৎকোল-কুস্টিয়া রোডস এ্যন্ড হাইওয়ের চেইন শুন্য হতে ভিত্তি প্রস্তুর উদ্বোধনকালে একথা বলেন। মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী প্রকল্পের আওতায় ১কি.মি ৭৫মি কাজের ২০২৩-২০২৪ অর্থ বছরে ১কোটি ৩ লক্ষ ১৬হাজার ১শত ৩টাকা ব্যায়ে নির্মান করা হবে রাস্তাটি।
ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড, বসুন্ধরার ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজটি সম্পন্ন করবে। রাজবাড়ী, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের জতীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।
কাজী কেরামত আলী এমপি বলেন, রাজবাড়ীর যত উন্নয়ন হয়েছে সবই আওয়ামী লীগ সরকারের অর্জন অন্য কোন সরকারের নয়। দীর্ঘ প্রতিক্ষার পর আজ এই রাস্তাটি পাকাকরণ কাজের উদ্বোধন করা হলো। কাজের মান যাতে ভালো হয় সেজন্যে আপনার এলাকাবাসী দেখভাল করবেন। মিজানপুর ইউনিয়নে দুটি রাস্তা দিয়েছে। আবার বাজেট পেলে বাকি কাজ করা হবে। সবাইকে ধৈর্য ধারন করতে হবে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামীণ উন্নয়নে রাস্তাঘাট বিদ্যুৎ সংযোগ বাদ থাকবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রকৌশলী গোলাম রব্বানী, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. টুকু মিজি, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের (পশ্চিম অচঞ্চল) সভাপতি প্রদীপ কুমার কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান, মিজানপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়াড সদস্য সুজন খান প্রমুখ।