ঐতিহ্যবাহী খানখানাপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা পরিষদ খানখানাপুর, খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদ, আমরা গর্বিত খান খানখানাপুরবাসীসহ যুবলীগ ও ছাত্রলীগ খানখানাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপস্থিত হাজারো সাধারণ মানুষেরা বলেন, ঢাকা গামী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি চাই দিতে হবে দিতে হবে স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।
এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর মধুমতি ট্রেনটি খানখানাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে লাল ফ্লাগ উড়িয়ে উপস্থিত জনতা ট্রেনের গতি রোধ করে আটকে রাখেন। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায।
এ দাবির সাথে পাচুরিয়া, আলিপুর, শহিদওহাব পুর বসন্তপুর ইউনিয়নসহ গোয়ালন্দ উপজেলার সাধারণ মানুষ একত্বতা প্রকাশ করেন। সেই সাথে এই অঞ্চলের মানুষের রাজধানী ঢাকার সাথে যাতায়াত সুবিধা সহ ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলেও দাবিতে উল্লেখ করেন।