স্মৃতিগুলো তাজা
-আব্দুস সাত্তার সুমন
আমাবস্যার রাতে, এক ফালি আঁলো
দূর আকাশে দেখা যায়, মিটিমিটি তারা,
কে জানি হেঁটে আসে, সেই অজানা পথে
মোবাইল বাতি জ্বলছে, সেই অবধারা।
শীতের রাত ঘুটঘুটে, কালো চারিদিক
হাত, কান হিম করা, ঘন কালো শীতে,
বের হলাম ক’জন, চুপিসারে মিলে
কেনাকাটা টুকিটাকি, করব কিছু মতে।
হঠাৎ করে ঝনঝনিয়ে, আসে বিকট শব্দ
আঁতকে উঠে আমাদের, শান্তময় মন,
দুরন্ত ছুটে যায়, অনন্ত সেই ট্রেন
কেঁপে উঠে শীতের রাত, ঘুমন্ত ঐ বন।
বাড়ির ধারে, টঙের দোকান, ছেলে মেয়ের সাথে
ক্লান্তি চলে যাবে, গ্রামের এক কাপ চা,
স্মৃতিগুলো তাজা হলো, কিছু কিছু আবার
চুমুকেই সজীবতায়, ভরে গেল আহ..