‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এই স্লেগানে রাজবাড়ীতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রাণি সম্পদ দপ্তরের বাস্তবায়নে জেলা প্রাণি সম্পদ কার্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন, জেলা কৃত্তিম প্রজনন উপপরিচালক ডা. কামাল বাশার, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. খায়ের উদ্দিন আহম্মেদ, রাজবাড়ী ডেইরী এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ কোহিনুর প্রমূখ।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের সার্টিফিকেট ও পুরষ্কার প্রদান করা হয়। এসময় রচনা প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে রাজবাড়ী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তাজমিলা অরিন।