রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের বড়লক্ষীপুর মসজিদ হতে গঙ্গাপ্রসাদপুর পর্যন্ত ৭৫০ মিঃ পাকা সড়ক ২০১১-১২ অর্থ বছরে নির্মিত হয়েছে। ২০১১-১২ অর্থ বছরে ব্যায় ছিল ৩৫লক্ষ ৬২হাজার টাকা। পরবর্তীতে ২বছর আগে এই সড়কে আবারও সংস্কার কাজ করা হয়।
২০১২ সালের ১ জুলাই রাস্তার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী এবং রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস। সড়ক উন্নয়ন কাজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাজবাড়ী বাস্তবায়ন করে। ৩১মে শুক্রবার সকালে কয়েকজন স্থানীয় লোকজন ফলকটির পাশ গর্ত করে ভেঙে সরানোর চেষ্টা করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম নুরুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, একটি দোকান বড় করার জন্য ফলোকটি সরানো হচ্ছে। পরবর্তিতে আবার ফোন করলে সে বলে পাশে ঢালাইয়ের কাজের জন্য খোঁড়া হয়েছে। ফলকটি ভাঙ্গা অথবা সরানোর কথা অস্বীকার করেন।
রাজবাড়ী এলজিইডির সদর উপজেলা ইঞ্জিনিয়ার গোলাম রাব্বানী বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।