বালিয়াকান্দি উপজেলার নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আনারস প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছেন। তার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধন। তিনি মোটর সাইকেল প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ করেছেন আনারস প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে বিষয়টি অবহিত করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধন মোটর সাইকেল প্রতিকের নির্বাচনী প্রচারনায় দেড়শো থেকে দুইশো মোটর সাইকেল নিয়ে শোডাউন করছেন প্রতিদিনই। এতে বিভিন্ন স্থানে ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভোটাররা ভীতসন্ত্রস্ত হচ্ছে। ভোটের দিন কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমার আশঙ্কাও করা হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ হওয়ার শঙ্কা বিরাজ করছে জনমনে। নির্বাচন পক্ষপাতমূলক হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। আনারস প্রতিকের প্রার্থী বাড়িতে ইটপাটকেল মারা হয়েছে।
এবিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধন বলেন, মোটরসাইকেল নিয়ে আমি কোন পথ সভা বা সমাবেশ করে আচরনবিধি লংঘন করিনাই। আচরনবিধি লংঘন করলে প্রশাসন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমার প্রতিপক্ষ আবুল কালাম আজাদ যত খুশি অভিযোগ দিক, আমি কিছু মনে করিনা
বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়েছি। প্রার্থীরা বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মোটরসাইকেল শোডাউন করার কারণে তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না। এ নির্বাচনে আচরনবিধি লংঘন প্রতিরোধ করতে এসিল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে আমরা আরো বেশি এ বিষয়ে তৎপরতা অবলম্বন করবো।
রাজবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোর্শেদা খাতুন বলেন, আমাদের নির্বাচনী আচরনবিধি দেখার জন্য এসিল্যান্ড নিযুক্ত করা হয়েছে। আমাদের কাছে লিখিত অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।